সবাইকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে

সবাইকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে

দেশবরেণ্য অনলাইন এক্টিভিস্ট, ফেসবুকের অকুতোভয় সিংহ শেখ সাহেব এর অতি আদরের পোষা বেজী “গোলাপি” আজ ভোরে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। মর্মান্তিকভাবে। মৃত্যুর কারণ হৃদরোগে আক্রান্ত হওয়া এবং দীর্ঘদিনের কিডনি রোগ।

বিষয়টি নিশ্চিত করে Tiger Ali একটি শোকসন্তপ্ত স্ট্যাটাসে লিখেছেন,”আজ আমাদের গোলাপি চলে গেল। শেখ ভাইয়ের ঘরের সবচেয়ে কাছের সদস্য, যে বেজীটা চুপচাপ বসে থাকত আর আমাদের সবাইকে ভালোবাসা দিত, সেই গোলাপি আর নেই।

সূত্র জানায়, গত কয়েক মাস ধরে গোলাপি অসুস্থ ছিল। শেখ সাহেব নিজে তাকে প্রতিদিন অর্গানিক খাবার, ভেগান ডায়েট আর বিশেষ ওষুধ খাওয়াতেন। তবু শেষরক্ষা হলো না। চিকিৎসকরা বলছেন, দীর্ঘদিনের মানসিক চাপ ও শারীরিক অবসাদে গোলাপির হৃদযন্ত্র ও কিডনি একেবারে বিকল হয়ে গিয়েছিল।

গোলাপির মৃত্যুতে শেখ সাহেব গভীরভাবে শোকাহত। তিনি প্রোফাইল পিকচার কালো করে একটিমাত্র লাইন লিখেছেন:

“গোলাপি চলে গেল। কিন্তু আমার লড়াই চলবে।”

গোলাপির জানাজা আগামীকাল বাদ আসর শেখ সাহেবের ফেসবুক ওয়ালে অনুষ্ঠিত হবে। সবাইকে শোক প্রকাশ করতে অনুরোধ করা হয়েছে।

আমরা গোলাপির রুহের মাগফিরাত কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *