বিশ্বদরবারে নতুন অর্জন, টাইম টু গো ম্যাগাজিনার কভার পেজে ড. ইউনূস
ঢাকার রাতের অন্ধকারে নতুন সবুজ-ধূসর ইউনিফর্মে টহল দিচ্ছিলেন এক পুলিশ অফিসার। অজ্ঞান পার্টির তিন সদস্য তাঁকে দেখে ভাবলেন, “আরে, নাইট গার্ড তো! চল, মলম লাগাই!” মুহূর্তে হাত-মুখ বেঁধে মানিব্যাগ হাতিয়ে নিল।
পরদিন থানায় রিপোর্ট: “স্যার, আমাকে গার্ড ভেবে ছিনতাই করেছে!” ওসি হেসে বললেন, “নতুন পোশাকের কল্যাণে এবার পুলিশও ভিকটিম! সরকারের সংস্কার সফল!”

