মৃত বেজিকে প্লেনে করে বিদেশে পাঠিয়ে রেকর্ড গড়তে যাচ্ছে বাংলাদেশ

মৃত বেজিকে প্লেনে করে বিদেশে পাঠিয়ে রেকর্ড গড়তে যাচ্ছে বাংলাদেশ

ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে আজ সকাল থেকে তুমুল গুঞ্জন—এক অসুস্থ বেজিকে নাকি লন্ডনে পাঠানো হবে উন্নত চিকিৎসার জন্য। ভেটেরিনারি ডাক্তাররা জানিয়েছেন, “বেজিটার অবস্থা ক্রিটিক্যাল। দেশে আর কিছু করার নেই। লন্ডনে পাঠালে হয়তো ‘কিছু একটা’ করা যাবে।”

কিন্তু আসল নাটকটা শুরু হয় অন্য জায়গায়।

বেজি শুনেই বিএনপি সমর্থকরা আচমকা ক্ষেপে উঠে দাবি করতে শুরু করেছে—“এইটা তো আমাদের লতিফা বেগম জিয়ার রেফারেন্স! সরকার বুঝাইতে চায় আমরা বেজি পাঠাইতেছি লন্ডন!”

একজন ক্ষুব্ধ নেতা নাম না প্রকাশের শর্তে জানালেন—“দেখেন, এখন বেজি বিয়াই চাইলে ওইটার ভিতর দিয়াও আমাদের নেত্রীরে মারাই দিতেছে। লন্ডন পাঠানোর যেই ড্রামা সারাদেশে চলছে, এই বেজি পাঠানোর ঘটনাটাও সেই একই ষড়যন্ত্র!”

সরকারপক্ষ অবশ্য পুরো বিষয়টি শুনে হেসে লুটোপুটি। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন—

“ভাই, বেজি মানে বেজিই। এট্টু রোগা-শোকার বেজি নিতা লন্ডন পাঠাতে গেছি—রাজনীতি না!”

বিশেষজ্ঞরা মনে করছেন, বেজির চিকিৎসার খবর শুনে বিএনপির এই রাগের কারণ তাদের দীর্ঘদিনের লন্ডন-ফোবিয়া। যা দেখেন তাই লন্ডন যাওয়া নাটক মনে হয়।

এদিকে বিমানবন্দরের কর্মীরা নিশ্চিত করেছেন—“বেজিটার নাম ‘টিকি’। সে পুরোপুরি বেজি। কোনোভাবেই বেগম জিয়া না।” তবে বিএনপির এক অংশ এখনও বিশ্বাস করতে নারাজ। তাদের বক্তব্য—“সত্য লুকানো যাইবে না। বেজির আড়ালে অনেক কিছু থাকে।”

শেষ খবর পাওয়া পর্যন্ত বেজি টিকি প্লেনে ওঠার প্রস্তুতি নিচ্ছে। আর বিএনপি সমর্থকরা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে—“আমরা আর কিছু বলব না। জনগণই বিচার করবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *