জন্মদিনে তারেক রহমানকে উপহার দিতে খাম্বা চুরির চেষ্টা করল এক যুবক
জন্মদিনে তারেক রহমানকে উপহার দিতে খাম্বা চুরির চেষ্টা করল এক যুবক ঢাকার একটি এলাকায় গতকাল রাতে অদ্ভুত দৃশ্যের অবতারণা হয়েছে। বিএনপির ভক্ত এক যুবক নাকি তারেক রহমানের ৬১তম জন্মদিনে “নস্টালজিয়ার উপহার” দেওয়ার জন্য রাস্তার বিদ্যুৎ খাম্বা কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, যুবকটি খাম্বার গোড়ায় করাত বসিয়ে বলছিলেন, “তারেক ভাই ছোটবেলায় তো এই ধরনের খাম্বা…

