খালেদা জিয়াকে হায়াত দান করে আবুল হয়ে গেলো এক বৃদ্ধ
এভারকেয়ার হাসপাতালের সামনে চলমান “হায়াত দান আন্দোলন” দেশে এক নতুন ট্র্যাজেডি–কমেডির সূচনা করেছে। দুই দিন ধরে ভক্ত-সমর্থকেরা হাসপাতালের সামনে জড়ো হয়ে চিৎকার–চেঁচামেচি করছে—
“আমার হায়াত নিয়া যান, দেশনেত্রী!’’
এর মধ্যেই ঘটে গেল নজিরবিহীন ঘটনা। জনপ্রিয় অভিনেতা আবু হায়াতও ভুল করে ভিড়ের মধ্যে ঢুকে পড়ে ঘোষণা দেন—
“আমি আমার হায়াত দান করলাম!”
কিন্তু সমস্যা হলো, তার নামের মধ্যে থাকা “হায়াত”টাই ছিল তার একমাত্র পরিচয়ের পাওয়ার ব্যাটারি।
ফলে হায়াত দান করতেই হায়াত চলে গেছে…
এখন তিনি আর আবু হায়াত নন—
সরকারি কাগজে নাম উঠে গেছে শুধু “আবুল”।
এভারকেয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, “এটা সম্ভবত বিশ্বের প্রথম কেস যেখানে কেউ নিজের সারনেম দান করেছে। তবে হায়াত দান–বিষয়টি এখনও মেডিক্যাল সায়েন্সে অনুমোদন পায়নি, কিন্তু ভক্তরা থামতেছে না।”
অন্যদিকে, নতুন ‘আবুল’ অভিনেতা সাংবাদিকদের সামনে দুঃখ প্রকাশ করে বলেছেন,“ভাই, আমি হায়াত দিছি ভেবেছিলাম লাইফ-এক্সপেক্টেন্সি… সারনেম নিয়ে যাবে বুঝিনি। এখন ইন্ডাস্ট্রিতে সবাই আমাকে ডেকেছে ‘মহাবাংলার আবুল’।”
এদিকে হাসপাতালের সামনে খোলা “লাইফ এক্সপেক্টেন্সি দান কেন্দ্র”-এ ভিড় প্রতিদিনই বাড়ছে।
একজন বৃদ্ধ দাতা দাবি করেছেন,
“আমার হায়াত তো নাই, তাই ভুল করে পাশের ব্যাগে থাকা চাল-ডাল দান করে ফেলছি।”

