বেগুনের মূল্য কমানোর লক্ষ্যে ভার্জিন মেঘনাকে পুনরায় কারাগারে পাঠানোর দাবি জানালো ‘মাহিন লোকি মনু ঐক্য পরিষদ’
রাজধানীর কাওরান বাজারে বেগুনের কেজি এখন ২০০ টাকা ছুঁইছুঁই। লাউ-শশা-চিচিঙ্গাও যেন আকাশ ছুঁয়েছে। এই মূল্যস্ফীতির পেছনে কারণ খুঁজতে গিয়ে সোশাল মিডিয়ায় এক অদ্ভুত গুঞ্জন ছড়িয়ে পড়েছে। অনেকের মুখে মুখে ফিরছে একটি নাম—বিতর্কিত মডেল মেঘনা আলম।
যিনি কিছুদিন আগে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার হয়ে পরে মুক্তি পেয়েছিলেন, তিনিই নাকি এখন প্রকাশ্যে দাবি করছেন যে তিনি এখনো ‘ভার্জিন’। এই দাবি শুনে অনেকেই নাকি হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছেন, আবার অনেকে গম্ভীর হয়ে বলাবলি করছেন—এত বয়সেও যদি ভার্জিন থাকেন, তাহলে তো দেশে বেগুন-লাউ-শশার দাম বাড়ার এটাই মূল কারণ!
এই প্রেক্ষাপটে তিন তরুণ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন, দেশের সবজির বাজার স্বাভাবিক করতে হলে মেঘনা আলমকে আবারও কারাগারে পাঠাতে হবে। তাদের যুক্তি—যতদিন তিনি বাইরে থাকবেন, ততদিন নাকি ‘ভার্জিন এনার্জি’র কারণে সবজির দাম নামবে না।
পেজে দেওয়া একটি পোস্টে লেখা হয়েছে:
“আমরা তিন ভাই—মাহিন, লোকি আর মনু। আমরা আর পারতেছি না। বেগুন ২০০ টাকা কেজি! মেঘনা আলমকে আবার জেলে নিয়া যান, তাহলে দেখবেন ৩ দিনের মধ্যে বেগুন ৪০ টাকা কেজি হয়া যাবে।

