দেশে কিছু হলেই যখন আ.লীগের দোষ হয় তাহলে ঘুম না হওয়ার পিছনেও নিশ্চই আ.মীলীগের হাত আছে বলে মনে করছেন মারিয়া কিসপট্টা

মডেল মারিয়া কিসপট্টা ফেসবুকে এক বিস্ফোরক স্ট্যাটাস লিখেছেন,

“২/৩ দিন ঘুমাতে পারছি না। দেশে কিছু ঘটলেই আওয়ামী লীগের দোষ হয়, তাহলে আমার ঘুম না হওয়ার পেছনেও নিশ্চয়ই আওয়ামী লীগের হাত আছে!”

এই স্ট্যাটাসের পরই অন্তর্বর্তী সরকারের তথাকথিত “তদন্ত বিশেষজ্ঞ টিম” মাঠে নামে। তারা নাকি ঘুমের বালিশ, বিছানা, এমনকি কফি কাপ পর্যন্ত জব্দ করেছে প্রমাণ হিসেবে—তবে ফলাফল এখনো “আওয়ামী লীগের ষড়যন্ত্রের প্রমাণ মিলেনি” পর্যায়েই আটকে আছে।

রাজনৈতিক নাট্যবিশ্লেষকদের দাবি, এই স্ট্যাটাস আসলে বর্তমান সরকারের ব্যর্থতা ঢাকার এক রসিক প্রতিবাদ। কারণ বিদ্যুৎ গেলেও আওয়ামী লীগের দোষ, বাস মিস হলেও আওয়ামী লীগের দোষ, এখন ঘুম না হলেও… কী আর বলব ভাই, আওয়ামী লীগেরই দোষ!

এদিকে সরকারের মুখপাত্র বলেছেন, “এটা আওয়ামী লীগের পুরনো ঘুমবিরোধী ষড়যন্ত্রের অংশ।”

তবে “বালের কণ্ঠ” যাচাই করে জেনেছে—এই মন্তব্য, তদন্ত, আর দোষারোপ — সবই একটা বিশুদ্ধ কল্পনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *