গোলাপী এখন ট্রেনে
অবশেষে হলো রিলিজ! ফালো ফিল্মস প্রযোজিত, তুহিন তামিম পরিচালিত সুপারহিট সিনেমা ‘গোলাপি এখন ট্রেনে’। ছবির পোস্টারেই লেখা: “যাত্রী একজন, গন্তব্য একটা, কিন্তু রিটার্ন টিকিট আছে কি না সেই নিয়ে সাসপেন্স!”
সূত্র বলছে, দেশনেত্রী খালেদা জিয়া ইতিমধ্যে লাইভ সাপোর্ট স্পেশাল ট্রেনে উঠে বসেছেন। ট্রেনটা এমন যে কোনো স্টপেজ নেই, কোনো জরুরি চেইন নেই, শুধু একটা ফাইনাল স্টেশন—যার নাম জাহান্নামপুর। স্টেশন মাস্টারের নাম আজরাইল সাহেব। গেট খুললেই পাকাপোক্ত যাত্রা শেষ।
কিন্তু ফালো ফিল্মসের টুইস্ট তো থাকবেই! টিকিট কাটার সময় নাকি খালেদা জিয়ার পক্ষে কেউ একটা ‘রিটার্ন জার্নি’ অপশনও বুক করে রেখেছে। তাই এখনো ৫০-৫০ চান্স:
আজরাইল সাহেব যদি মুড ভালো থাকে আর ভাবেন “আরে এই বুড়িকে তো আরেকটু কষ্ট দিতে হবে”, তাহলে ট্রেনটা আবার ঢাকা স্টেশনে ফিরিয়ে দিতে পারেন।
আর যদি বলেন “বস, এবার তো পাক্কা ছুটি”, তাহলে গেট খুলে দিয়ে সোজা জাহান্নামের ভিআইপি কামরায় পাঠিয়ে দেবেন।
রেলওয়ে সূত্রে শোনা যাচ্ছে, ট্রেনটা এখন “সাত খুন মাফ” সিগন্যালের কাছে দাঁড়িয়ে আছে। ড্রাইভার নাকি আজরাইল সাহেবকে ফোন করে জিজ্ঞেস করেছেন, “স্যার, এয়ারপোর্ট স্টেশন দিয়ে ঘুরিয়ে লন্ডন পাঠাবো, নাকি সোজা জাহান্নাম?” উত্তর এখনো আসেনি।
দর্শকরা এখনো হলে বসে আছেন। পপকর্ন শেষ, কিন্তু ক্লাইম্যাক্স আসছে না। ফালো ফিল্মসের পরবর্তী ঘোষণা: যদি রিটার্ন টিকিট কাটা থাকে, তাহলে সিক্যুয়েল আসবে—‘গোলাপি আবার ট্রেনে’।

