কাগজপত্র না থাকায় জলদস্যু জসীমের বাইক আটকে দিলেন সার্জেন্ট
গোলচক্করে বাইক থামালেন ট্রাফিক সার্জেন্ট। রাইডার: কুখ্যাত জলদস্যু জসীম। সার্জেন্ট বললেন, “কাগজ?” জসীম হেলমেট খুলে একটা পুরনো, জল-ভেজা কাগজ বের করলেন—তাতে লেখা: ‘সোমালি পাইরেট লাইসেন্স, ভ্যালিড ফর ৭ সমুদ্র, ৩০০ কামান, ১৫০ ক্রু’।
সার্জেন্ট প্রথমে ভ্যাবাচ্যাকা, তারপর হো হো করে হাসতে লাগলেন। “ভাই, এটা জাহাজের লাইসেন্স! বাইকেরটা কই?” জসীম গম্ভীর মুখে বললেন, “সার, সমুদ্রে তো বাইক চলে না। তাই লাইসেন্স একটাই। আর রাস্তায় যদি কেউ লুট করে, আমি তো জলদস্যু—এটাই আমার জুরিসডিকশন!”
সার্জেন্ট আর থাকতে পারলেন না। “ঠিক আছে, যান। কিন্তু পরের বার হেলমেটে জল্লাদি পতাকা লাগান—নইলে আবার আটকাব!” জসীম বাইক স্টার্ট দিয়ে চলে গেলেন, পিছনে রেখে একটা ভেজা কাগজ আর সার্জেন্টের হাসির ঝড়।

