“১৯৯০ সালে তাসফিকুর রবের মায়ের সাথে প্রথম দেখা আমার” পুরোনো স্মৃতি উগরে দিলেন তারেক মনোয়ার

দেশের বিতর্কিত বক্তা তারেক মনোয়ার আবার ভাইরাল। এবার তিনি বলেন—

“১৯৯০ সালে প্রথম তাসফিকুর রবের মায়ের সাথে দেখা হয়েছিল, আর এখন ওর মুখটা দেখলে মনে হয়—আমার অবৈধ পুত্র, মুখটা ঠিক পাঙ্গাশ মাছের মতো।”

শুনলেই সবাই চমকে যায়। অনেকে প্রশ্ন তুলেছেন, “উনি কি সত্যিই স্বীকার করছেন ওর অবৈধ পুত্র?”

তারেক মনোয়ার নাকি বলেন,

“আমার কাজই এমন, আর ওর মুখের মিলের কারণে কেউ আর কোনো সন্দেহ রাখতে পারবে না।”

একজন নেটিজেন মন্তব্য করেছেন,

“১৯৯০ সালে মানুষ নোকিয়া ফোনও পায়নি, উনি তখন ট্রাম্পের সাথে কফি খেয়েছেন, রকেটে চড়েছেন সবই মানলাম কিন্তু বাচ্চাও পয়দা করলেন !”

অন্যজন লেখেন,

“১৯৯০ সাল মানে তারেক মনোয়ারের MCU origin story।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *