শোনা যাচ্ছে, গতকাল তৃতীয় নভেম্বর বিএনপির এমপি মনোনয়নের তালিকায় নাম না দেখে তামিম ইকবালের মনটা এমন ভেঙে পড়েছে যে, হয়তো ভুল করে মদের বোতলের বদলে ডেটলের বোতলটাই খুলে ফেলেছেন—এবং এখন সেই ‘স্পেশাল ককটেল’ এর ফলে একটা বড়সড় হাসপাতালে ভর্তি হয়ে পড়েছেন। আটম আগস্টের পর থেকে যিনি বিএনপির পক্ষে সবচেয়ে উজ্জ্বল সমর্থনের আলো জ্বালিয়ে রেখেছিলেন, সেই তামিমের এই সম্ভাব্য ‘রাজনৈতিক হ্যাঙ্গওভার’ নিয়ে রাজধানীর ক্লাব-ক্লাবে গুঞ্জন উঠেছে যে, ক্রিকেটের সবচেয়ে সুন্দর ব্যাটিং-এর পরিবর্তে এবার তিনি ‘রাজনীতির স্লিপ ক্যাচ’ এ পড়ে গিয়েছেন কি না। কল্পনা করুন তো, লাখো ফ্যানের চোখের মণির মতো যিনি ছিলেন, তারা এখন ভাবছেন—যদি নামের তালিকায় থাকতেন, তাহলে কি তামিমের ব্যাটে পরিবর্তে ভোটের বাক্সে সিক্সার মারা হতো? এই গুজবের ফলে বিএনপির অফিসে ফোনে কল আসছে এমন যে, ‘ভাই, পরেরবার মনোনয়নের আগে ডেটলের লেবেল চেক করিয়ে দিন না!’
এদিকে, শাকিব আল হাসানের একটা ভিডিও ক্লিপও হঠাৎ ভাইরাল হয়ে উঠেছে, যেখানে তিনি হয়তো বলছেন, ‘তামিম ভাই, রাজনীতিতে ঢুকবেন না, ক্রিকেটে থাকুন—অন্তত সেখানে ডেটল খেয়ে হারলে ফ্যানরা হাসবে, কিন্তু ভোটে হারলে কাঁদবে!’ এই সম্ভাব্য কথায় শাকিবের কথায় যেন একটা হাসির ঝলক খেলে গেছে, যাতে মনে হচ্ছে তামিমের এই ‘মনোনয়ন-মেলাঙ্কলি’ টা হয়তো ক্রিকেট জগতের সবাই মিলে একটা লাইট-হার্টেড জোক বানিয়ে ফেলেছেন। গুঞ্জন তো এমন যে, হাসপাতাল থেকে বেরিয়ে তামিম কি আবার ব্যাট তুলবেন, নাকি বিএনপির অফিসে গিয়ে ‘নেক্সট টাইম ফর সিওয়া’ বলে চিৎকার করবেন—যাই হোক, এই গল্পে বাংলাদেশের রাজনীতি আর ক্রিকেট মিলে যেন একটা কমেডি সিরিজ শুরু হয়ে গেছে, যাতে ফ্যানরা হাসতে হাসতে বলছেন, ‘তামিম ভাই, সুস্থ হয়ে আসুন, পরের ম্যাচে আপনার ব্যাটিং দেখব, রাজনীতির নয়!’


Very funny